• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জুভেন্টাসের হারের দিনে রোনালদোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০২
Ronaldo
ছবি- সংগৃহীত

সিরি আ’তে হেল্লাস ভেরোনার কাছে ২-১ গোলে হেরেছে জুভেন্টাস। ২০০৫ সালে জুভিদের হয়ে টানা ৯ ম্যাচে গোল করেছিলেন ডেভিড ট্রেজেগুয়েট। শনিবার ইতালিয়ান লিগে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এই হারে আটবারের চ্যাম্পিয়নদের শীর্ষস্থান হুমকির মুখে পড়েছে। নিজেদের মাঠে ম্যাচের প্রথম ৩৫ মিনিটে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিলো ভেরোনার।
তবে প্রথমার্ধের শেষ ১০ মিনিটে প্রবল চাপ বাড়ায় জুভেন্টাস। এ সময় কয়েটি গোলের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ৬৫ মিনিটের মাথায় একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। কিন্তু সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ভেরোনা।

৭৬ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ফাবিও বোরিনি। দশ মিনিট পর পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন জামপাওলো পাস্সিনি।