• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশকে বার্তা দিয়ে রাখলেন বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৮
বাংলাদেশকে বার্তা দিয়ে রাখলেন বেকহ্যাম

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমি-ফাইনালে এসে আবারও মুখোমুখি হয়েছে দু’দল।

গ্রুপ পর্বে একটি ম্যাচেও হারেনি টাইগার যুবারা। তবে কিউই যুবারা হারে ভারতের কাছে। আজ সেমি-ফাইনালে সেসবের হিসেবনিকেশ নেই একদমই। যে দল জয় পাবে তারাই পৌঁছে যাবে ফাইনালের মঞ্চে।

পচফস্ট্রমে টস জয়ী বাংলাদেশ অধিনায়ক সিদ্ধান্ত নেন বোলিংয়ের। আগের রাতে টানা বৃষ্টির সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত আকবর আলীর।

প্রথম ইনিংস শেষে বলা যায়, আকবর আলীর সিদ্ধান্ত সফল। কিউই যুবারা ব্যাট করতে নেমে পিষ্ট হয়েছে শামিম হোসেন, হাসান মুরাদদের বোলিং তোপে।

শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট দিয়েছে কিউইরা, রানের গতিও ছিল ধীর। তবে সময় যত গড়িয়েছে, রান এসেছে দ্রুত। ছয় নম্বরে ব্যাট করতে নেমে বেকহ্যাম হুইলার সেটারই জানান দিয়ে রাখলেন বাংলাদেশকে।

বেকহ্যাম হুইলার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৫ (৮৩) রানে।

ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার রাইস মাইরুর উইকেট হারায় কিউইরা। মাইরুকে ফেরান শামিম। দ্বিতীয় উইকেট জুটি ১১ ওভার তিন বল পর্যন্ত লম্বা হলেও এই দীর্ঘ সময়ে রান এসেছিল মাত্র ৩০। ১১ ওভার ৪ বলের মাথায় আরেক ওপেনার ওলি হোয়াইটকে ১৮ রানে ফেরান রাকিবুল হাসান।

তিন নম্বরে ব্যাট করতে নামা ফার্গুস ল্যালম্যানকে ২৪ রানে ফেরান শামিম। চার নম্বরে ব্যাট করতে নেমে ৪৪ রানের ইনিংস খেলেন নিকোলাস লিডস্টোন।

কিউইদের দলীয় ১৪২ রানে যখন ৬ উইকেট নেই তখন দলের হাল ধরেন ব্যাকহাম হুইলার। একপাশ আগলে রেখে কিউইদের ম্যাচে ফেরানোর নায়ক হুইলার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৫ (৮৩) রানে।

নির্দিষ্ট ৫০ ওভার শেষে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ ৮ উইকেটে ২১১ রান। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম নেন ৩ উইকেট। এছাড়া সমান ২টি করে উইকেট নেন শামিম ও মুরাদ। ১ উইকেট নেন রাকিবুল হাসান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশের খেলা কবে, ফরম্যাট যেমন
X
Fresh