• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভিডিও কলে যুবা টাইগারদের শুভকামনা জানালেন পাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬
ভিডিও কলে যুবা টাইগারদের শুভকামনা জানালেন পাপন

সেমি-ফাইনালে উঠেছে টাইগার যুবারা। জিম্বাবুয়ে, স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ কোয়ার্টার ফাইনালেও দারুণ জয় পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আর একটা ম্যাচ জিতলেই ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হবে ম্যাচ।

এই ম্যাচে মাঠে থেকে যুবাদের উৎসাহ দেয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপের উদ্দেশে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দেশ ছাড়ার আগে নাজমুল হাসান বলেছিলেন, ওদের বলেছি আজ পর্যন্ত আমি দক্ষিণ আফ্রিকা যাইনি। এমনকি জাতীয় দলের জন্যও না। কিন্তু ওরা সেমিফাইনালে উঠলে যাবো।

বাংলাদেশ দল শেষ চারে উঠেছে ঠিকই, কিন্তু মাঠে উপস্থিত থাকছে পারছেন না বিসিবি প্রধান। দক্ষিণ আফ্রিকা না যেতে পারলেও ভিডিও কলে শুভকামনা জানিয়েছেন গোটা দলকে।

এ নিয়ে দলের অধিনায়ক আকবর আলী একটি জাতীয় দৈনিককে বলেন, বিসিবি সভাপতি আমাদের ভিডিও কলের মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। তিনি আমাদের সবাইকে সাহস দিয়েছেন।

এই মুহূর্তে বিসিবি প্রধান ইংল্যান্ড অবস্থান করছেন বলে জানা যায়। তবে দক্ষিণ আফ্রিকা যাবেন কী না এ ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি।

ওয়াই/এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাফ জয়ী অনূর্ধ্ব-১৯ নারী দলকে সংবর্ধনা
পুরনো ক্ষত না সারতেই অস্ট্রেলিয়ার কাছে আবারও বিশ্বকাপ হারল ভারত
'টসে শিরোপা' জানতেন না বাংলাদেশের অধিনায়ক
প্রতিবাদ করে শিরোপা উদ্ধার করল বাংলাদেশ, যৌথ চ্যাম্পিয়ন দুই দল
X
Fresh