• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইতিহাস গড়ার হাতছানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৩
bangladesh-under-19
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল || ছবি- সংগৃহীত

২০১৬ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করে সেমিফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। যদিও ফাইনালেও ওঠার লড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারতে হয়েছিল। সেবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল। যা যুবা টাইগারদের সর্বোচ্চ সাফল্য। রাত পোহানোর অপেক্ষা, ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে। এর আগে কোনওদিন যুব বিশ্বকাপে ফাইনালের স্বাদ না পাওয়া দলটির সামনে এখন বাধা নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড আর সুপার লিগে (কোয়ার্টার-ফাইনাল) স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ চারে। প্রতিপক্ষ কিউরা। যাদের কাছে প্রস্তুতি ম্যাচে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বৃহস্পতিবার দুপুরে পচেফস্ট্রুমে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। তার আগে আজ বুধবার শেষবারের মতো প্রস্তুত হচ্ছে টাইগার যুবারা।অনুশীলন শুরুর আগে যুব অধিনায়ক আকবর আলী জানান সেমি-ফাইনাল নিয়ে দলের প্রস্তুতি, প্রত্যাশা।

‘আমি যদি প্রস্তুতির কথা বলি, মানসিক এবং কৌশলগত দুই দিক থেকেই ভালো প্রস্তুতি নেয়া হয়েছে আমাদের। এখন শুধু সেটা মাঠে প্রয়োগ করার পালা। এটা করতে পারলেও ইনশাআল্লাহ্, ফলাফল আমাদের পক্ষে আসবে।’

নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে কিউই যুবাদের চেপে ধরতে চায় টাইগার যুবারা। যদিও নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ শক্তিশালী।

‘নিউজিল্যান্ড অনেক ভালো ক্রিকেট খেলেই এতদূর এসেছে, আশা করি আমরা আমাদের যে প্ল্যানিং আছে সেটার মাধ্যমে তাদের যতোটা কম রানে অল-আউট করার চেষ্টা করব।’

কিউই যুবাদের ব্যাটিং লাইন-আপ যত শক্তিশালীই হোক না কেন, নিজদের বোলারদের উপর আস্থা রাখছেন অধিনায়ক।

‘তাদের লোয়ার-অর্ডারের ব্যাটসম্যানরা হয়তো ভালো ব্যাটসম্যান আছে। ব্যাটিং লাইন-আপ এমনিতে লম্বা ওদের। তো আশা করি, আমাদের বোলাররা ভালো করতে পারবে।’

আকবর আলী এটিও মনে করিয়ে দেন, সেমি-ফাইনাল বলে চাপ নিচ্ছে না দল। আট-দশটা সাধারণ ম্যাচের মতো করেই ভাবছে এবং সেভাবেই খেলবে তারা।

‘দলের সবাই রিল্যাক্সে আছে। আমরা এটাকে সাধারণ একটা ম্যাচের মতো করেই ভাবছি। সবারই অন্য আট-দশটা ম্যাচের মতো করে ভাবা উচিৎ। তাহলেই রেজাল্টটা ভালো হবে।’

এরই মধ্যে এবারের আসরের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। সবশেষ ২০১৮ সালের আসরে নিজেদের চতুর্থ শিরোপা তুলে ছিল ভারতীয় যুবারা। আগামী ৯ ফেব্রুয়ারি পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে বসবে শিরোপার লড়াই।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশের খেলা কবে, ফরম্যাট যেমন
X
Fresh