• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৫
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে ভারত।

যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পচেফস্ট্রমে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে দুই ওপেনার যশস্বী জসওয়াল এবং দিব্যাংশ সাক্সেনার অসাধারণ ব্যাটিংয়ে জয় তুলে নেয় ভারতীয় দল।

অপরাজিত থাকা যশস্বী ১১৩ বলে ১০৫ রান করেন। ৮টি চার ও ৪টি ছক্কায় সাজানো এই ইনিংস। অন্যদিকে দিব্যাংশ অপরাজিত থাকেন ৯৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে। তার ইনিংসটি ৬টি চারে সাজানো।

এর আগে ব্যাটিং করতে নেমে দলীয় ৯ রানে ওপেনার মোহাম্মদ হুরাইরার (৪) উইকেট হারায় পাকিস্তান। ৩৪ রানের মাথায় শূন্য রানে বিদায় নেন ফাহাদ মুনির।

৭৭ বলে ৫৬ রান করে ওপেনার হায়দার আলী বিদায় নিলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে দলের অধিনায়ক রোহেল নাজির ১০২ বলে ৬২ রানের ইনিংস খেলে কিছুটা হাল ধরেন। মোহাম্মদ হারিস করেন ২১ রান।

ভারতের সুশান্ত মিশ্র তুলে নেন ৩ উইকেট। ২ উইকেট করে ঝুলিতে পুরেছেন কার্তিক তিয়াগি ও রবি বিষ্ণু। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ভারতের যশস্বী জসওয়াল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুব বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
X
Fresh