• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের সামনে পাকিস্তানের সামান্য সংগ্রহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৮
under-19-world-cup
ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতীয়দের সামনে মাত্র ১৭৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান দল।

সেনওয়েস পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক রোহাইল নাজির। দলপতি নিজের সিদ্ধান্ত সঠিক ছিল। সেটি প্রমাণ করতে সামর্থ্য হলেও অন্যদের ব্যাট থেকে আসা রান ছিল খুবই সামান্য।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের এই মাঠে ১০২ বল খেলে সর্বোচ্চ ৬২ রান করেন নাজির। এছাড়া ওপেনার হায়দার আলী ৭৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। এদিকে ১৫ বলে ২১ রান করেন মোহাম্মদ হারিস। এছাড়া কেউই দুই অংক স্পর্শ করতে পারেনি।

নির্ধারিত ৫০ ওভারে ৪৩.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে পাকিস্তান দল।

ভারতের হয়ে সুশান্ত মিশ্র তিনটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট তুলে নেন কার্তিক তিয়াগি ও রবি বিশনয়। এছাড়া অথর্ব আনকোলেকার ও ইয়াসহাসবি জাইসওয়াল তুলে নেন একটি করে উইকেট।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশের খেলা কবে, ফরম্যাট যেমন
X
Fresh