• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে ভারতের অনন্য নজির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:০০
New Zealand
ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-০তে সিরিজ জিতে নিয়েছে ভারত। যা টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো দল হিসেবে এত বড় ব্যবধানে সিরিজ জয়।

রোববার বে ওভালে টস জিতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৬৩ রান করেছিল ভারতীয়রা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানেই থামতে হয়েছে ব্ল্যাকক্যাপসদের। এতে ৭ রানে ম্যাচ জিতে নেয় সফরকারীরা।

বিরাট কোহলির অবর্তমানে দায়িত্বে ছিলেন রোহিত শর্মা। যদিও এদিন ইনিংস শুরু করেন লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসন। যদিও মাত্র ২ রান করে ফেরেন স্যামসন। ৪১ বলে ৬০ রানের ইনিংস খেলে চোটের কারণে মাঠ ছাড়তে হয় হিটম্যানকে।

অন্যদিকে লোকেশ রাহুল ৪৫ রানের ইনিংস খেলেন। ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শ্রেয়াস আয়ার। মনিশ পান্ডে চার বলে ১১ রান করেন। কিউইদের হয়ে জোড়া উইকেট নেন স্কট কুগেলেজিন ও এক উইকেট হামিশ বেনেটের।

ব্যাট করতে নেমে স্বাগতিক ব্যাটসম্যান রস টেলর (৫৩) ও টিম সিফার্ট (৫০) ৯৯ রানের জুটি গড়েন। দুজনের ব্যাট থেকে অর্ধশতক এলেও ভারতের বোলিংয়ের সামনে অন্যরা কেউ সুবিধা করতে পারেনি।। এতে ২০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ তিন উইকেট নেন। দু'টি করে উইকেট নেন শার্দূল ঠাকুর ও নভদীপ সাইনি। এক উইকেট ওয়াশিংটন সুন্দরের।

ম্যাচের সেরা হয়েছেন জসপ্রিত বুমরা ও সিরিজ সেরা হয়েছেন লোকেশ রাহুল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
নিউজিল্যান্ড সিরিজের জন্য নতুন কোচ পেলেন বাবর-রিজওয়ানরা
আইপিএলের কারণে ৯ ক্রিকেটার ছাড়াই পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড
X
Fresh