• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জানুয়ারি ২০২০, ২২:২৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

চলছে অনুর্ধ-১৯ বিশ্বকাপ। এটা শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী মাসের ২১ তারিখ থেকে অস্ট্রেলিয়াতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।

এ নিয়ে চতুর্থ বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার পর আর কোনো আসরে বাদ পড়তে হয়নি সালমা-জাহানারাদের।

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সালমা খাতুনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে।

বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।

স্ট্যান্ডবাই : শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মণ্ডল, পূজা চক্রবর্তী, রাবেয়া।

আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ নারী দল। তার আগে রয়েছে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ। একটি ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ড অন্যটি ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে।

গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ

তারিখ

প্রতিপক্ষ

সময়

২৪ ফেব্রুয়ারি

ভারত

ভোর ৬ টা

২৭ ফেব্রুয়ারি

অস্ট্রেলিয়া

বিকেল ৫ টা

২৯ ফেব্রুয়ারি

নিউজিল্যান্ড

দুপুর ২ টা

২ মার্চ

শ্রীলঙ্কা

ভোর ৬ টা

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh