• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আকবর আলীর লক্ষ্য প্রোটিয়া বধ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জানুয়ারি ২০২০, ১৯:২১

ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে যুব বিশ্বকাপে পা রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে যথাক্রমে জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা।

তৃতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে লড়াই বৃষ্টিতে ভেস্তে গেলেও নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে আকবর আলীর দল।

আগামীকাল পচফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগাররা। নামে, ভারে এগিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকার এই দলটা গ্রুপ পর্বে হেরেছে আফগানিস্তানের কাছে। বাংলাদেশের অধিনায়ক আকবর আলী অবশ্য এতকিছু নিয়ে ভাবছেন না। তার লক্ষ্য শুধু জয়।

‘লড়াইটা আমার মনে হচ্ছে চ্যালেঞ্জিং হবে। কারণ দক্ষিণ আফ্রিকা খুব ডিসেন্ট একটা সাইড। আমরা যদি আমাদের বোলিং,ব্যাটিং দুইটা ডিপার্টমেন্টেই ভাল করতে পারি তাহলে ওদের হারানো সম্ভব।’

গ্রপ-পর্বের তৃতীয় ম্যাচে পাকিস্তান যুব-দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার আগে যুবাদের সংগ্রহ ছিল ৯ উইকেটে মাত্র ১০৬ রান। আকবর আলী অবশ্য পাকিস্তান ম্যাচের ব্যাটিং ব্যর্থতা মেনে নিয়ে লক্ষ্য ঠিক করেছেন প্রোটিয়া বধের।

‘পাকিস্তান ম্যাচে আমাদের ব্যাটিং তেমন ভাল হয়নি। কিছু বাজে শট খেলেছি। আমরা অনুশীলনে চেষ্টা করেছি যে, ভুল যতটা কমিয়ে আনা যায়। ব্যাটিং এর দিকে আমরা জোরটা বেশি দিয়েছি। বোলিং এর ক্ষেত্রে ফাস্ট পাওয়ার প্লে আমরা টাইট বোলিং করার চেষ্টা করবো । লাইন লেন্থ ঠিক রেখে তাদের যত কম রানের মধ্যে আটকানো সম্ভব সেটাই চেষ্টা করছি।’

ইনজুরির কারণে মৃত্যুঞ্জয় চৌধুরীর সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ দল। যুবাদের আরেক ভরসার নাম শামীম হোসেনও আসন্ন ম্যাচে অনিশ্চিত। তবে যুব দলের কাপ্তান অবশ্য শামীমের খেলা নিয়ে বেশ আশাবাদী। প্রয়োজনে যেকোনো দল নিয়েই লড়াতে প্রস্তুত তিনি।

‘ইনজুরির উপর আমাদের কোন হাত নেই । মৃত্যুঞ্জয়কে পাওয়া যাবে না। শামীমের যে ব্যপারটা, আশাকরি কালকের ম্যাচে সে ফিট হয়ে উঠবে। আমাদের টিম যেমন থাকবে সেটা নিয়েই আমাদের লড়াই করতে হবে।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh