• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া কাপ পাকিস্তানে হলে ভারত খেলবে না

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জানুয়ারি ২০২০, ১০:৩২
asia cup 2020

এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানকে মেনে নিতে আপত্তি নেই ভারতের। তবে ভারতীয়রা কোনওভাবেই পাকিস্তানের মাটিতে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই আসরে খেলবে না। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) এই বিষয়ে নিজেদের অবস্থান অনড়। বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাতে এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

বোর্ডের ওই কর্তা বলেন, ‘এশিয়া কাপের আয়োজক কারা, সেটা মুখ্য বিষয় নয়। পাকিস্তান আয়োজক হলে আমাদের কোনও সমস্যা নেই। তবে টুর্নামেন্টের ভেন্যু নিয়ে আমাদের আপত্তি রয়েছে।’

‘এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হলে ভারতের অংশ নেয়ায় কোনও আপত্তি নেই। তবে নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানে গিয়ে খেলার ইচ্ছা নেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) যদি ভারতকে এই বহুদেশীয় টুর্নামেন্ট খেলতে দেখতে চায়, অবশ্যই টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তন করতে হবে।’

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবের বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই ওয়ানডের বদলে এশিয়া কাপের এবারের আসর টি-টোয়েন্টি ফরম্যাটে খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়।

কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান দাবি করেন, এশিয়া কাপে ভারত অংশ না নিলে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে অংশ নিবে না পাকিস্তান।

এর জবাবে ভারতীয় ক্রিকেট বোর্ড এবার নিজেদের অবস্থান পরিষ্কার করে দিলো।

সবশেষ ২০১৮ সালে এশিয়া কাপের আয়োজক ছিল ভারত। যদিও টুর্নামেন্ট বসেছিল সংযুক্ত আরব আমিরাতে। অংশ নিয়েছিল পাকিস্তানও।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
বেঙ্গালুরুকে বেচে দেওয়ার আহ্বান জানালেন ভূপতি
X
Fresh