• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ল্যান্স নায়েক পদে রোমান সানার পদোন্নতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০২০, ১৫:২২
roman sana
রোমান সানা

আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ল্যান্স নায়েক পদে পদোন্নতি করা হয়েছে আর্চার মো. রোমান সানাকে। ১৩তম এশিয়ান গেমসে আনসারের ক্রীড়া দলের পদক জয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে আনসারের সদর দপ্তরে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহাপরিচালক. মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় নেপালে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পদক জয়ী আনসার সদস্যদের প্রাইজমানিও দেয়া হয়।

এবারের এশিয়ান গেমসে ৮টি সোনা, ১৩টি রূপা ও ৪৭টি ব্রোঞ্জ পদক আদায় করে আনসার বাহিনীর ক্রীড়া দল।

গেল বছর নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রোমান সানা ২০২০ সালের টোকিও অলিম্পিকে খেলার সুযোগ করে নিয়েছিলেন। বাংলাদেশের এই তারকা তীরন্দাজ সম্প্রতি বিশ্ব আর্চারি ফেডারেশন কর্তৃক ২০১৯ সালের জন্য বিশ্বসেরা আর্চার হিসেবে বছরের সেরা নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন।

কয়েকদিন আগেই বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ ও দর্শকের ভোটে পপুলার চয়েজের পুরস্কার জিতেছেন রোমান সানা।

২০১৯ সালে দেশ-বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে ১৪টি পদক নিজের করে নেন খুলনায় জন্ম নেয়া এই আর্চার।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিমান করে জাতীয় দল থেকে রোমান সানার অবসর
X
Fresh