• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

রকিবুলের হ্যাটট্রিকে গুড়িয়ে গেল স্কটিশরা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জানুয়ারি ২০২০, ১৬:১৮

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে মাত্র ৮৯ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। যুবা টাইগারদের হয়ে হ্যাটট্রিকসহ চার উইকেট পেয়েছেন রকিবুল হাসান।

মঙ্গলবার পচেফস্ট্রুমের উইট্রান্ড ক্রিকেট ফিল্ডে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ডের অধিনায়ক আঙ্গুস গায়।

ব্যাট হাতে মাঠে নেমেই শুরুতেই শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের পেস তাণ্ডবে লণ্ডভণ্ড হয় স্কটিশদের টপ অর্ডার।

২৪তম ওভারের তৃতীয় চতুর্থ ও পঞ্চম বলে টানা তিন বলে তিনটি উইকেট তুলে নেন রকিবুল।

বাম-হাতি এই স্পিনার প্রথমে কেস সাজ্জাদ ও চার্লি পিটকে বোল্ড আউট করেন। অন্যদিকে লাইল রবার্টসনকে এলবিডব্লিউ করেন ১৭ বছর বয়সী রকিবুল।

এর পর ৩১তম ওভারের তৃতীয় বলে জেমি ক্রেইনসকে ফিরিয়ে দিয়ে নিজের চতুর্থ উকেট তুলে নেন রকিবুল।

এছাড়া দলের হয়ে দুটি করে উইকেট তুলেন শরিফুল ও সাকিব। একটি করে উইকেট তুলেছেন শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

রকিবুল হাসানের হ্যাটট্রিকের ভিডিও দেখুন এখানে

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশের খেলা কবে, ফরম্যাট যেমন
X
Fresh