• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তান সফরে কে হবেন মুশফিকের রিপ্লেসমেন্ট?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০২০, ০২:০৯
পাকিস্তান সফরে কে হবেন মুশফিকের রিপ্লেসমেন্ট?
বাংলাদেশ দলে রিপ্লেসমেন্টে হতে এক ঘন্টা সময় লাগে

বঙ্গবন্ধু বিপিএলে রান সংগ্রহকারীর দিক থেকে দুই নম্বরে মুশফিকুর রহিম। এক নম্বরে আছেন ৪৯৫ রান নিয়ে খুলনা টাইগার্সের সতীর্থ রিলে রুশো। মুশফিকের রান ৭০.১৪ গড়ে ৪৯১, স্ট্রাইক রেট ছিল ১৪৭।

এই ৪৯১ রানে আছে চারটি অর্ধশতকের ইনিংস। যেখানে ৯৬ আর ৯৮* রানের দুটি ইনিংসও আছে। এই মুশফিকুর রহিমকে ছাড়াই বাংলাদেশ দল যাবে পাকিস্তান সফরে।

পারিবারিক আর নিরাপত্তা জনিত কারণে এই সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেশ সেরা এই ব্যাটসম্যান।

কিন্তু এই মুশফিকের রিপ্লেসমেন্ট হয়ে পাকিস্তান যাবেন কে? এমন প্রশ্নে মুশফিক বললেন, বাংলাদেশ দলে রিপ্লেসমেন্ট হতে এক ঘন্টা সময় লাগে।

‘দেখেন, বাংলাদেশ দলে রিপ্লেসমেন্টে হতে এক ঘন্টা সময় লাগে। আমি ব্যক্তিগত ভাবে যেটা অনুভব করি করি। আমি সবসময় চেষ্টা করি নিজে একজন খেলোয়াড় হিসেবে কিভাবে নির্ভেজাল থাকতে পারি৷ আমরা কখনোই টার্গেট থাকে না, সামনে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ। আমি চেষ্টা করি পরের সিরিজটা কিভাবে ভালো করা যায়। সামনে জিম্বাবুয়ে সিরিজ, সেটার জন্য ইনশাআল্লাহ্ আমি প্রিপারেশন নিবো।’

মুশফিকের না থাকাটা নিঃসন্দেহে ভোগাবে বাংলাদেশ দলকে। মিডল-অর্ডারে বেশ কয়েক বছর ধরেই আস্থা মুশফিকের উপর। যদিও মুশফিক মানছেন না তার না থাকায় বড় কোনো ক্ষতি হবে দলের।

‘ইন্ডিয়াতে তো আমি খেলছি, কি লাভ হয়েছে। দুইটা ম্যাচই হেরেছি তিনদিন আর আড়াইদিন। ক্রিকেট এমন একটা খেলা যেখানে আমরা পাঁচজন সিনিয়র থাকা অবস্থায়ও ম্যাচ হেরেছি। দুইদিনে, আড়াইদিনে ম্যাচ হেরেছি। ওয়ানডে, টি-টোয়েন্টি সবই হেরেছি। আবার না থাকা অবস্থায়ও অনেক ম্যাচ জিতছি। এটা ব্যপার না যে, কেউ থাকলে বা না থাকলে ক্ষতি হবে।’

পাকিস্তান সিরিজে নিজের না থাকাটাকে তরুণ ক্রিকেটারদের জন্য বড় সুযোগ মানছেন মুশফিক।

‘যেহেতু আমরা অনেক নতুন খেলোয়াড় খুঁজছি। আমার মনে হয় আমার পরিবর্তে যারা আসবে তাদের জন্য একটা বড় সুযোগ। পাকিস্তানে পাকিস্তানের মত দলের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং এবং সবাইকে শুভ কামনা জানাই সেটার জন্য। আমি আশা করছি ইনশাআল্লাহ্ বাংলাদেশ দল অবশ্যই ভাল খেলবে।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh