• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার স্টোকস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জানুয়ারি ২০২০, ১৪:৪২

মর্যাদাপূর্ণ গ্যারফিল্ড সোর্বাস পুরস্কার জিতে ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বেন স্টোকস। সেরা টেস্ট ক্রিকেটার হলেন প্যাট কামিন্স আর ওয়ানডে খেলোয়াড় হয়েছেন রোহিত শর্মা।

ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জেতানোর নায়ক স্টোকস ২০১৯ সালে ব্যাটে বলে ছিলেন উজ্জ্বল। লিডসে অ্যাশেজ ম্যাচে হাতে ১ উইকেটের নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জয় ছিল এই পেস-অলরাউন্ডারের উল্লেখযোগ্য পারফরমেন্স।

এদিকে আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা। ২০১৯ সালে ব্যাট হাতে অবিশ্বাস্য ফর্মে ছিলেন হিটম্যান খ্যাত ভারতীয় এই ব্যাটসম্যান।

বিশ্বকাপ রেকর্ড সংখ্যাক পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এটাই এক বিশ্বকাপে কোনও ক্রিকেটারের করা সর্বাধিক শতরানের রেকর্ড। সব মিলিয়ে ওয়ানডেতে বছরে ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

২০১৯ সালে ৫৯ টেস্ট উইকেট নিয়ে আইসিসির বিচারে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। টেস্টে এবছর দুর্দান্ত ফর্মে ছিলেন এই পেসার।


আইসিসি বর্ষসেরা পুরস্কার ২০১৯

বর্ষসেরা ক্রিকেটার

বেন স্টোকস (ইংল্যান্ড)

বর্ষসেরা টেস্ট পুরুষ ক্রিকেটার

প্যাট কাসিন্স (অস্ট্রেলিয়া)

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার

রোহিত শর্মা (ভারত)

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার

মার্নাস লাবুশেনে (অস্ট্রেলিয়া)

সহযোগি দেশগুলো থেকে বর্ষসেরা ক্রিকেটার

কাইল কোয়েটেজ (স্কটল্যান্ড)

বর্ষসেরা আম্পায়ার

রিচার্ড ইলিংওয়ার্থ

স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড

বিরাট কোহলি, স্টিভেন স্মিথ

বর্ষসেরা নারী ক্রিকেটার

এলিসি পেরি (অস্ট্রেলিয়া)

বর্ষসেরা নারী ওয়ানডে ও টেস্ট ক্রিকেটার

এলিস পেরি (অস্ট্রেলিয়া)

বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটার

চিনিদা রাউন্ডিরং (থাইল্যান্ড)

বর্ষসেরা পুরুষ টেস্ট দল

মায়াঙ্ক আগরওয়াল, টম ল্যাথাম, মার্নাস লাবুশেনে, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভ স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নীল ওয়াগনার ও নাথান লায়ন।

বর্ষসেরা পুরুষ ওয়ানডে দল

রোহিত শর্মা, শেই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (উইকেটকিপার), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

বর্ষসেরা নারী ওয়ানডে দল

অ্যালিসা হেলি (অস্ট্রেলিয়া, ডাব্লু), স্মৃতি মান্ধনা (ভারত), তামসিন বিউমন্ট (ইংল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া, অধিনায়ক), স্টাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), এলিসি পেরি (অস্ট্রেলিয়া), জেস জোনাসেন (অস্ট্রেলিয়া), শিখা পান্ডে (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), মেগান শুট (অস্ট্রেলিয়া) ও পুনম যাদব (ভারত)।

বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল

অ্যালিসা হেলি (অস্ট্রেলিয়া, ডব্লিউ কে), ড্যানিয়েল ওয়াট (ইংল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া, অধিনায়ক), স্মৃতি মান্ধনা (ভারত), লিজেল লি (দক্ষিণ আফ্রিকা), এলিস পেরি (অস্ট্রেলিয়া), দীপ্তি শর্মা (ভারত), নিদা দার (পাকিস্তান), মেগান শুট (অস্ট্রেলিয়া), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), রাধা যাদব (ভারত)।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করতে ঢাকায় আইসিসির পর্যবেক্ষক দল 
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
X
Fresh