• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ডোপ টেস্ট: সোনা হারাচ্ছেন বোল্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জানুয়ারি ২০১৭, ২১:১৭

জামাইকান গতিমানব উসাইন বোল্ট ডোপ বিতর্কের জেরে অলিম্পিকে জেতা সোনার পদক হারাতে চলেছেন। তবে ডোপ তিনি নয়, করেছেন তার দলের সতীর্থ। আর তার জেরেই মোট ৯টি অলিম্পিক সোনার পদকের মধ্যে ১টি হারাবেন বোল্ট।

বিবিসি জানায়, ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের সময়ে বোল্টের দলের সতীর্থ নেস্টা কার্টার ডোপ নিয়েছিলেন। তার ডোপ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি রিলে রেসে বোল্টের সতীর্থ ছিলেন।

বেইজিং অলিম্পিকে ৪০০ মিটার রিলে দৌড়ে সোনা জেতেন উসাইন বোল্ট। সেই ম্যাচেই বোল্টের আরেক সতীর্থ ছিলেন নেস্টা কার্টার।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, জামাইকান দলের সদস্য কার্টারসহ মোট ৪৫৪ জনের ডোপ টেস্ট করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। গেলো বছর করা সেই টেস্টের রিপোর্টই পজিটিভ এসেছে। এর জেরেই বোল্ট সোনার পদক হারাচ্ছেন।

ওই ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সোনা ও তৃতীয় অবস্থানে থাকা জাপান পাবে রূপা । আর চতুর্থ স্থান অধিকারী ব্রাজিলকে ব্রোঞ্জ পদক দেয়া হবে।

২০১৬ রিও অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার বিভাগে সোনা জিতে পরপর ৩টি অলিম্পিক মিলিয়ে মোট ৯টি সোনা জেতেন বোল্ট। তবে এবার তার মধ্যে একটি হারাচ্ছেন তিনি।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh