• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চার বছর পর ফিরছেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জানুয়ারি ২০২০, ১৫:০২
dwayne bravo
ছবি- সংগৃহীত

সবশেষ ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। এরপর বিশ্বের নানা প্রান্তে ২২ গজ মাতাতে দেখা গেলেও ওয়েস্ট ইন্ডিজের জার্সি খেলেতে নামেননি ডোয়াইন জন ব্রাভো। ২০১৮ সালে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত জানান ডান-হাতি এই পেস অলরাউন্ডার। নতুন খবরটি হচ্ছে, আবারও জাতীয় দলে ফিরতে চলেছেন এই ক্যারিবীয় তারকা। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে সুযোগ হয়েছে তার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৬ ম্যাচে ১ হাজার ১৪২ রান রয়েছে ডিজে ব্রাভোর। উইকেট আদায় করেছেন ৫২টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬ হাজার ২৯৮ রান আর উইকেট রয়েছে ৪৯০টি ৩৬ বছর বয়সী ব্রাভোর।

২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে নাম উঠে এসেছিল ব্রাভোর। যদিও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, জাতীয় দলে ফিরছেন। তবে শুধু ছোট সংস্করণের জন্যই। এসময় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগ্রহ দেখান তিনি। তারই ধারাবাহিকতায় ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি দিয়ে মাঠে দেখা যাবে তাকে।

আগামী ১৫ জানুয়ারি গ্রেনেডার কুইন্সপার্ক স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজটি। ১৯ ও ২০ জানুয়ারি হবে বাকি দুই ম্যাচ।