• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চার বছর পর ফিরছেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জানুয়ারি ২০২০, ১৫:০২
dwayne bravo
ছবি- সংগৃহীত

সবশেষ ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। এরপর বিশ্বের নানা প্রান্তে ২২ গজ মাতাতে দেখা গেলেও ওয়েস্ট ইন্ডিজের জার্সি খেলেতে নামেননি ডোয়াইন জন ব্রাভো। ২০১৮ সালে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত জানান ডান-হাতি এই পেস অলরাউন্ডার। নতুন খবরটি হচ্ছে, আবারও জাতীয় দলে ফিরতে চলেছেন এই ক্যারিবীয় তারকা। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে সুযোগ হয়েছে তার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৬ ম্যাচে ১ হাজার ১৪২ রান রয়েছে ডিজে ব্রাভোর। উইকেট আদায় করেছেন ৫২টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬ হাজার ২৯৮ রান আর উইকেট রয়েছে ৪৯০টি ৩৬ বছর বয়সী ব্রাভোর।

২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে নাম উঠে এসেছিল ব্রাভোর। যদিও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, জাতীয় দলে ফিরছেন। তবে শুধু ছোট সংস্করণের জন্যই। এসময় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগ্রহ দেখান তিনি। তারই ধারাবাহিকতায় ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি দিয়ে মাঠে দেখা যাবে তাকে।

আগামী ১৫ জানুয়ারি গ্রেনেডার কুইন্সপার্ক স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজটি। ১৯ ও ২০ জানুয়ারি হবে বাকি দুই ম্যাচ।

ব্রাভো ছাড়াও ক্যারিবিয়ানদের স্কোয়াডে ফিরেছেন অল-রাউন্ডার রভম্যান পাওয়েল। দলের নেতৃত্বে থাকছেন কাইরন পোলার্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড

কাইরন পোলার্ড (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, এভিন লুইস, শিমরন হেটমায়ার, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, শেলডন কটরেল, খ্যারি পিয়েরে, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড ও হেইডেন ওয়ালশ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
X
Fresh