• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টাইব্রেকারে সুপার কাপ রিয়ালের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জানুয়ারি ২০২০, ১১:১৫
real-madrid
ছবি- সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেতিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ত্রিশ মিনিটে কোনো দলই জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে।

জেদ্দার মাঠে ভাগ্যের এই খেলায় অ্যাটলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। রিয়ালের এটি একাদশ স্প্যানিশ সুপার কাপ। সর্বোচ্চ ১৩ বার জিতেছে বার্সেলোনা।

শুটআউটে চারটি শট নিয়ে সবকটিতে গোলের দেখা পায় রিয়াল। লক্ষ্যভেদ করেন দানি কারভাহাল, রদ্রিগো, লুকা মদ্রিচ ও সার্জিও রামোস।

বিপরীতে অ্যাথলেতিকোর প্রথম শট পোস্টে মারেন সাউল নিগুয়েস, থমাস পার্টে শটটি ঠেকিয়ে দেন কোর্তোয়া। তাদের তৃতীয় শটে জালে বল পাঠান কিরান ট্রিপিয়ার।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh