• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রতিপক্ষকে শত্রু মনে করি না: রামোস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জানুয়ারি ২০২০, ১১:৩৫
Real Madrid-Atlético Madrid
ছবি- সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে রানার্স-আপ বার্সেলোনাকে বিদায় করে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অথচ দুই দলের সুপার কাপে খেলার কথা ছিল না। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের করা নতুন নিয়মে লাভবান হয়েছে দেশটির রাজধানীর দুই দল। টুর্নামেন্টে অংশ নিয়েই ফাইনালে পৌঁছে যায়। সেই সুবাদে বছরের শুরুতেই মাদ্রিদ ডার্বির জমজমাট লড়াই দেখতে পাচ্ছে ফুটবল প্রেমীরা।

বাংলাদেশ সময় রোববার রাত ১২ টায় সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে মাদ্রিদের দল দুটি।

অনেকেই রিয়াল-অ্যাথলেটিকোর লড়াইকে চির শত্রুর লড়াই হিসেবে আখ্যা দিলেও এমনটা মানতে নারাজ লস ব্লাঙ্কোস অধিনায়ক সার্জিও রামোস।

‘শত্রু শব্দটা উচ্চারণ করতেও খারাপ লাগে। আমি কখনও কোনও দলকে শত্রু হিসেবে দেখি না। সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখি। অনেকেই এমন ভাবতেই পারেন। কারণ ভাবনার কোনও সীমা নেই।’