• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জাভি ইস্যুতে বার্সাকে পেশাদারিত্ব শেখালো কাতারের ক্লাব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ১৬:২১
Xavi
ছবি- সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় সমর্থকদের হতাশ করেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৩-২ গোলে হারতে হয়েছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটিকে। সাম্প্রতিক পারফরমেন্সের ওপর ভিত্তি করে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন আর্নেস্তো ভালভার্দেকে ছাটাই করতে চলেছে কাতালানরা। এরই মধ্যে দলটির কিংবদন্তি জাভি হার্নান্দেজকে ফেরানো ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

বৃহস্পতিবারের এই হারের কারণে ব্যাপক সমালোচনা। শুক্রবার বার্সেলোনার অন্যতম শীর্ষ দুই কর্তা কাতার সফর করেছেন। মধ্যপ্রাচ্যের দেশটির রাজধানী দোহার আল-সাদের কোচের দায়িত্বে রয়েছেন জাভি। সেখানে বার্সার প্রধান নির্বাহী অস্কার গ্রাউ ও ক্রীড়া পরিচালক এরিক আবিদাল সাক্ষাত করেছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা সাবেক এই মিডফিল্ডারের সঙ্গে। এএস স্পোর্টস জানাচ্ছে, এরইমধ্যে আগামী দুই মৌসুমে দলের হাল ধরতে জাভির সঙ্গে প্রাথমিক আলাপও সেরে ফেলা হয়েছে।

ঠিক এমন পরিস্থিতে আল-সাদের পক্ষ থেকে বার্সাকে সাবধান করা হলো। এক বিবৃতির মাধ্যমে কাতারের দলটির জেনারেল ম্যানেজার তুর্কি আল-আলি বলেন,
‘জাভির বার্সেলোনায় ফিরে যাওয়টা স্বাভাবিক। কারণ দীর্ঘদিন তিনি ক্লাবটির হয়ে খেলেছেন। এটাই তার প্রথম ঘর। ভবিষ্যতের যেকোনও সময় ফিরতে পারেন তিনি। তবে এটা মেনে রাখতে হবে, বর্তমানে জাভি আল-সাদের কোচ।’

স্প্যানিশ জায়ান্টাদের পেশাদার সুলভ আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়ে আরও বলা হয়, ‘জাভি ও তার দল এখন আল-রায়ানের বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবছে। আমরা সবাই জানি বার্সা একটি বড় দল। আশাকরি পেশাদারিত্ব বজায় রেখে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনা করবে।’

১৯৯৭ সাল থেকে ২০১৫ পর্যন্ত ক্যারিয়ারের পুরোটা সময়ই বার্সার জার্সিতে পাঁচশোর বেশি ম্যাচ খেলেন জাভি। চার বছর আল-সাদের হয়ে খেলার পর ২০১৯ সালে কাতারের দলটির কোচ হিসেবে যোগ দেন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
X
Fresh