• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের সামনে দাঁড়াতেই পারলো না শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ০৯:৫৮
ভারতের সামনে দাঁড়াতেই পারলো না শ্রীলঙ্কা

তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৮ রানে জয় পেয়েছে ভারত। এ জয়ের মধ্য দিয়ে সিরিজ নিশ্চিত করলো কোহলি বাহিনী।

ভারতের দেয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি লঙ্কানদের। দলীয় ২৬ রানে চার উইকেট হারায় স্বাগতিকরা। পঞ্চম উইকেটে ডি সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথুস দলের হাল ধরেন। ডি সিলভা ৫৭ রান আর ম্যাথুস ৩১ রান কর সাজঘরে যায়। বাকি ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেনি। শেষ পর্যন্ত ১৫ ওভার ৫ বলে ১২৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ২০১ রান সংগ্রহ করে ভারত। ওপেনিংয়ে নেমেই তাণ্ডব চালান লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। ৯৭ রান আসে এই জুটি থেকে। ৩৬ বলে ৫২ রান করে আউট হন ধাওয়ান, আর রাহুল করেন ৩৬ বলে ৫৪ রান।

এছাড়া মানিশ পান্ডে ৩১, অধিনায়ক বিরাট কোহলি ২৬ ও শার্দুল ঠাকুর মাত্র আট বলে ২২ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন লাকশান সান্দাকান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh