• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জানুয়ারি ২০২০, ০৯:১১

স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে দাপট দেখিয়ে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে বুধবার রাতে টনি ক্রুস ও ইস্কোর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে দলের তৃতীয় গোলটি করেন লুকা মদ্রিচ।

পঞ্চদশ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন জার্মান মিডফিল্ডার ক্রুস।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে দ্বিতীয় গোল পায় রিয়াল। এবার গোল করেন ইস্কো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জিনেদিন জিদানের দল।

দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে কফিনে শেষ পেরেক ঠুকেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মদ্রিচ। তবে ম্যাচের যোগ করা সময়ে সান্ত্বনাসূচক গোল পায় ভালেন্সিয়া। পেনাল্টি থেকে গোলটি করেন ভালেন্সিয়া অধিনায়ক দানিয়েল পাজেরো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
X
Fresh