• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুশফিক-রিয়াদকে নিয়ে বৈঠকে পাপন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০২০, ১৮:৩৮
Pakistan and Bangladesh
ছবি- সংগৃহীত

বাংলাদেশ দলের পাকিস্তান সফর ঘনিয়ে আসছে দ্রুতই। চলতি মাসের ১৮ তারিখেই পাকিস্তান রওয়ানা দেয়ার কথা রয়েছে টাইগারদের। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী এই সফরে রয়েছে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ।

কিন্তু পাকিস্তানের নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলেই দেশে ফিরতে। টেস্ট নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। এতেই চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিসিবিকে তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে কোনও ম্যাচের আয়োজন করতে পারবে না পাকিস্তান।

এই নিয়ে বিসিবির দফায় দফায় সভা করেও লাভ হয়নি। আজ বুধবার সন্ধ্যায় আবারও সভার ডাক দিয়েছে বিসিবি।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে এই সভায় ডাকা হয়েছে দলের দুই সিনিয়র খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে।

এদিকে পাকিস্তানের জাতীয় দৈনিক ‘দ্য ডন’ থেকে সংবাদ প্রচার করা হয়েছে, খুব দ্রুতই পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত জানাবে বিসিবি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
X
Fresh