• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আফ্রিকার সেরা লিভারপুলের মানে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জানুয়ারি ২০২০, ১৫:৩১
sadio mane
সাদিও মানে

প্রথমবারের মতো আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন সেনেগালের তারকা সাদিও মানে।

লিভারপুলের এই ফরোয়ার্ড পেছনে ফেলেছেন মিশরের অধিনায়ক ও ক্লাব সতীর্থ মোহাম্মদ সালাহ এবং আলজেরিয়ার ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজকে।

মিশরের হুরঘাদায় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের তারকাখচিত অনুষ্ঠানে মঙ্গলবার রাতে দেয়া হয় এই পুরস্কার।

লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়সহ অসাধারণ বছর কাটিয়েছেন ২৭ বছর বয়সী সাদিও মানে।

এল হাজি-ডিউফের পর সেনেগালের হয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকার সেরা হলেন মানে। ২০০১ ও ২০০২ সালে লিভারপুলের সাবেক ফরোয়ার্ড ডিউফ এই পুরস্কার গ্রহণ করেছিলেন।

এবারের বর্ষসেরা আফ্রিকান নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ার বার্সেলোনা তারকা আসিসাত ওশোয়ালা।

বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন আলেজরিয়াকে আফ্রিকাস ন্যাশন্স কাপ জেতানো জামেল বেলমাদি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি লিগ নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন সাদিও মানে
স্কুলের প্রেমিকাকেই বিয়ে করলেন সাদিও মানে
X
Fresh