• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুজিববর্ষ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০২০, ১৮:৪৯
zahid ahsan russell

উদ্বোধন করা হলো মুজিববর্ষ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ। কুর্মিটোলা গলফ ক্লাবে মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

এ সময় বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মেজর জেনারেল এনায়েত উল্লাহ, মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল তাজুল ইসলাম ঠাকুর ও ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম উপস্থিত ছিলেন।

এর আগে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন টুর্নামেন্ট ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপকে মুজিববর্ষ হিসেবে নামকরণ করা হয়েছে।

স্বাগতিক বাংলাদেশসহ আটটি দেশের ২০৫ জন গলফার অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতার। দেশগুলো হচ্ছে- আফগানিস্তান, ইরান, চীন, নেপাল, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ও ভুটানের।

বুধবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১১ জানুয়ারি। সমাপনী অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গলফ কার্টে চড়ে ওমরাহ করার সুযোগ
এনডিই ইনফ্রাস্ট্রাকচার ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
X
Fresh