logo
  • ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২০, ১৩ অগ্রহায়ণ ১৪২৭

পয়েন্ট হারালো বার্সেলোনা

পয়েন্ট হারালো বার্সেলোনা
বছরের শুরুটা খুব একটা ভালো হলো না স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার। কাতালান ডার্বিতে জয় নিয়ে ফিরতে পারলো না দলটি। লা লিগায় পয়েন্ট তালিকার তলানিতে থাকা দল এসপানিওলের সঙ্গে ড্র করেছে ২-২ গোলে। 

শনিবার রাতে ২৩ মিনিটে ডেভিড লোপেজের গোলে এগিয়ে যায় এসপানিওল। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। 

৫০ মিনিটে লুইস সুয়ারেজ ও ৫৯ মিনিটে ভিদালের গোলে জয়ের সম্ভাবনা জাগায় ভালভর্দের দল। কিন্তু শেষ মুহূর্তে চাইনিজ ফরোয়ার্ড উ লেইয়ের গোলে সমতায় ফেরে এসপানিওল। 

বাকি সময় আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

এসএস

RTVPLUS