• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বয়স চুরি করে নিষিদ্ধ ভারতীয় ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জানুয়ারি ২০২০, ১২:০৫
manjot kalra
অনূর্ধ্ব ১৯ দলের কোচ ও কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের সঙ্গে মনজোৎ কারলা || ছবি- সংগৃহীত

২০১৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলেন মনজোৎ কারলা। ১০১ রানের এই ইনিংসের ওপর ভর করেই ৮ উইকেটের বড় জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারত। যুবা বিশ্বকাপের চতুর্থবারের মতো ভারতীয়দের যুবা বিশ্বকাপ জেতানোর এই নায়ক এবার নিষিদ্ধ হলেন। বয়স গোপন করার অভিযোগে রঞ্জি ট্রফি থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে মনজোৎকে।

অনূর্ধ্ব ১৯ ও ১৬ পর্যায়ে খেলার সময় বয়স কমানোর অভিযোগ ওঠে দিল্লির এই বাম-হাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে।

দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) অম্বুডসম্যান (ন্যায়পাল) অবসরপ্রাপ্ত বিচারপতি বদর দুরেজ আহমেদ, মনজোৎ কারলার বিরুদ্ধে এই শাস্তি শুনিয়েছেন।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) কাছে জমা পড়া তথ্য অনুযায়ী, মনজোৎ কারলার বয়স ২০ বছর ৩৫১ দিন।

সম্প্রতি দিল্লির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলার বিপক্ষে ৮০ রানের দুর্দান্ত ইনিংসও খেলেন তিনি। রঞ্জি ট্রফির জন্য দিল্লি দলে জাতীয় দলের শিখর ধাওয়ানের পরিবর্তে মনজোৎকে ভেড়ানোর চিন্তা ছিল। নিষেধাজ্ঞা চলাকালীন রঞ্জি ট্রফির পাশাপাশি সব ধরনের ক্লাবের ম্যাচ থেকেও দূরে থাকতে হচ্ছে তাকে।

শাস্তি পুনর্বিবেচনার জন্য মনজোৎ কারলার পরিবার আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বেঙ্গালুরুকে বেচে দেওয়ার আহ্বান জানালেন ভূপতি
জাহাজ জিম্মির ঘটনায় এফবিসিসিআইয়ের উদ্বেগ
X
Fresh