• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নায়ক হতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ ডিসেম্বর ২০১৯, ১৭:২৭
ronaldo
ছবি- সংগৃহীত

সম্প্রতি জানিয়েছেন ফুটবলকে বিদায় জানানোর পর কোচিং করার কোনও ইচ্ছা নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার মুখ খুললেন অবসরের পর নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।

সংযুক্ত আরব আমিরাতে দুবাই স্পোর্টস কনফারেন্সে যোগ দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। আগামী ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা রাখতে চলেছেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী কবে অবসর নিচ্ছেন এমন প্রশ্ন প্রায় সামনে চলে আসে। নিজেই জানালেন কখন বুটজোড়া তুলে রাখবেন।

সিআর সেভেন বলেন, ‘ক্যারিয়ারের একটি মৌসুমও বাজে কাটাইনি আমি। সব সময়ই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলাম। মাঠে সবসময় জেতার জন্যেই নেমেছি। যেদিন আমার দেহ বলবে থামতে, সেদিনই আমি থামব।’

দিনের পর দিন বয়স যত বাড়ছে, মাঠের তেজও বেড়েছে রোনালদোর। মাঠে নামলেই গড়েছেন রেকর্ড। ইঙ্গিত দিলেন খেলা আরও চালিয়ে যাবার।

‘অনেক আগে ৩০ অথবা ৩২ বছর ছিল অবসরের জন্য আদর্শ বয়স। বর্তমানে ৪০ বছর বয়সী ফুটবলারের অভাব নেই।’

মাঠের ফুটবলকে বিদায় বলে সোজা পড়ার টেবিলে মনোযোগ দিতে চান এই গোল মেশিন।

‘অবসরের পর আমি যে জিনিসে প্রাধান্য দিব তা হচ্ছে পড়ালেখা। অনেক কিছু আছে যেগুলো জানা প্রয়োজন। আমি যতটুকু পড়েছি তা সব কিছুর উত্তর দেয়ার জন্য যথেষ্ট না।’

তিনি আরও জানান, মাঠ থেকে বিদায় নিয়ে সিনেমায় নায়ক হতে আগ্রহী তিনি।

‘আরেকটা বিষয়ের প্রতি আমার আকর্ষণ রয়েছে। ইচ্ছা রয়েছে সিনেমায় কাজ করার।’

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh