• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কারাগারে আরাফাত সানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জানুয়ারি ২০১৭, ১৫:৪৯

তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেট দলের স্পিনার আরাফাত সানির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আরাফাত সানিকে হাজির করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া আহমেদ। তিনি সানিকে কারাগারে পাঠানোর আবেদন করেছেন।

মঙ্গলবার আরাফাত সানিকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ইয়াহিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই আরাফাত সানিকে একদিনের রিমান্ডে পাঠান।

৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামে এক তরুণী তথ্যপ্রযুক্তি আইনে আরফাত সানির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন। পরে ২২ জানুয়ারি সকালে আমিনবাজার নিজ বাসা থেকে আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh