• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আইপিএলে অবিক্রিত মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৪
Ipl-2020
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে অবিক্রিত রইলেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার বিকেলে কলকাতায় বসেছে ১৩তম আসরের খেলোয়াড় নিলাম।

এবারের আসরে ৯৯৭ জনের প্রাথমিক তালিকা থেকে ছয়শোর বেশি খেলোয়াড়কে ছাটাই করা হয়েছিল। তালিকায় ঢুকে পড়ে ২৪ জন নতুন খেলোয়াড়। সব মিলিয়ে সংখ্যা দাঁড়ায় ৩৩২ এ। ছিল মুশফিকুর রহিমের নামও।

৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছিল উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের। যদিও কোনও দলই তাকে নিজেদের করে নিতে আগ্রহ প্রকাশ করেনি।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় মুশফিকসহ বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন মোট পাঁচজন। আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিনের নাম।

টাইগার ক্রিকেটেরদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ‍মুস্তাফিজের। ২০১৬ ও ২০১৭ সালে জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগে খেলেছেন ভিন্ন দুটি দলের হয়ে। বাম-হাতি এই পেসারের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।

৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে মিডলঅর্ডার মাহমুদুল্লাহর। পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ও স্পিনিং অলরাউন্ডার সাব্বিরের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ রুপি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh