• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ল্যাঙ্গাভেল্টের বাংলাদেশ অধ্যায় শেষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ডিসেম্বর ২০১৯, ১৩:১১
Charl Langeveldt
বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহীর সঙ্গে চার্ল ল্যাঙ্গাভেল্ট || ফাইল ছবি

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। ক্রিকেট বোর্ডের হাল ধরেই দলকে ঢেলে সাজাতে ব্যস্ত সময় পাড় করছেন এই তারকা ব্যাটসম্যান। এরই মধ্যে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়ে মার্ক বাউচারকে। কিংবদন্তি এই উইকেট-রক্ষক দায়িত্ব গ্রহণের পর ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের জার্সিতে প্রোটিয়াদের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে ফেরাবেন। এবার টিম ম্যানেজমেন্টে যোগ হচ্ছেন চার্ল ল্যাঙ্গেভেল্ট।

চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ল্যাঙ্গেভেল্ট। ৪৫ বছর বয়সী এই কোচ আগস্টের ২০ তারিখ জাতীয় দলের সঙ্গে যোগ দেন। ঘরের মাঠে আফগানিস্তান, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। আফগানদের বিপক্ষে টেস্ট সিরিজ ও ভারত সফরে বাংলাদেশের পেস কোচ হিসেবে কাজ করেন।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ল্যাঙ্গেভেল্ট জানিয়েছেন, তিনি আর কাজ করতে আগ্রহী নন।

বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন এই বিষয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে তিনি বলেন, ‘ল্যাঙ্গেভেল্টের বিদায় বাংলাদেশের কোনও ক্ষতি হবে না।’

বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্বরত সুজন দেশি কোচদের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh