• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শের ই বাংলায় সোমবার বিজয় দিবস ক্রিকেট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:৪৬
শের ই বাংলায় সোমবার বিজয় দিবস ক্রিকেট
ফাইল ছবি

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস ক্রিকেট। শহীদ আবদুল হালিম জুয়েল ও শহীদ মোস্তাক স্মরণে আয়োজিত ম্যাচটি খেলে থাকেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এই প্রদর্শনী ম্যাচটি থাকে ভক্তদের জন্য উন্মুক্ত। শুরুর দিকে ওয়ানডে সংস্করণে হলেও গত কয়েক বছর ধরে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। ১৬ ডিসেম্বর সকাল ১০টায় শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গত কয়েকদিন ধরে হোম অব ক্রিকেট শের ই বাংলা স্টেডিয়ামে চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল)। গত ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলে ঢাকায় প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

এই ফাঁকা সময়ে বিজয় দিবস ক্রিকেট আয়োজনে তাই কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

শহীদ জুয়েল: নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মিনিহাজুল আবেদীন নান্নু, শাহারিয়ার হোসেন বিদ্যুৎ, এনামুল হক মনি, সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সেজান, নাঈমুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম (উইকেট-রক্ষক) ও হাসিবুল হাসান শান্ত।

ম্যানেজার- গোলাম ফারুক চৌধুরী সুরু

শহীদ মুস্তাক: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন (উইকেট-রক্ষক), তারেক আজীজ খান, মুশফিকুর রহমান, আনোয়ার হোসেন, শফিউদ্দিন আহমেদ বাবু, ফারুক আহমেদ, জাবেদ ওমর বেলিম, মোহাম্মদ আলী ও খালেদ মাসুদ পাইলট।

ম্যানেজার- রকিবুল হাসান

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh