• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মিরপুরে চার-ছয়ের ঝড় উঠালেন সানাকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ২০:৪১
মিরপুরে চার-ছয়ের ঝড় উঠালেন সানাকা

মোহাম্মদ নবীর করা ইনিংসের প্রথম বলেই বোল্ড ইয়াসির আলী রাব্বি। শুরুর ধারা শেষ পর্যন্তই বজায় রাখতে পারেনি রংপুরের বোলাররা। শুরুতে বাজে ব্যাটিং দেখালেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তোলে কুমিল্লা ওয়ারিয়র্স।

দক্ষিণ এশিয়ান গেমসে যে সৌম্যের ব্যাটে উড়েছিল বাংলাদেশ, সেই সৌম্য আজ ১৮ বলে ২৬ রান করেছেন। সৌম্যকে দিয়েই ফর্মে ফেরার ইঙ্গিত মোস্তাফিজের।

ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজে বিবর্ণ থাকা ফিজ আজ ২ উইকেট নিয়েছে। যদিও ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৩৭ রান।

কুমিল্লার ওপেনার ভানুকা রাজাপাকসেকে ১৫ রানে ফেরান অফ-স্পিনার সঞ্জিত সাহা। এরপর ২৫ রান করা ডেভিড মালানকেও ফেরান সঞ্জিত।

সাব্বির রহমান জ্বলে উঠতে পারেননি। ১৭ বলে ১৯ রান করে ক্যাচ তুলে দেন মোস্তাফিজের বলে। ৮৫ রানে যখন কুমিল্লার ৫ উইকেট নেই, তখন হাল ধরলেন অধিনায়ক ধাসুন সানাকা।
সানাকার শেষ বেলার ঝড়ে পেরে উঠতে পারেনি রংপুরের বোলাররা। একের পর ছয় হাকিয়ে মাত্র ২৩ বলেই পূর্ণ করেন অর্ধশত রান। শেষ পর্যন্ত ৯টি ছয় আর ৩ চারে ৩০ বলে করেন ৭৩ রান।

রংপুরের হয়ে সমান ২টি করে উইকেট নেন মোস্তাফিজ ও সঞ্জিত। এছাড়া ১টি উইকেট নেন মোহাম্মদ নাবী।

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh