• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তরুণ দল নিয়েই ইন্টারকে হারাল বার্সা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৫৫
uefa champions league
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসিকে ছাড়াই ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।

মঙ্গলবার রাতে সান সিরোয় দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতি শুরুর দিকে বিপাকে ফেলে বার্সাকে। জর্দি আলবা, আর্থার, টেন, টের স্টেগেনের মতো দলের নিয়মিত সদস্যরা না থাকায় মাঠ নিয়ন্ত্রণে ছিল না সফরকারীদের।

অনেকটা খেলার ধারার বিপরীতে ম্যাচের ২৩ মিনিটে কার্লেস পেরেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৪৪ মিনিটে লুকাকুর গোল মিলানকে সমতায় ফেরায়।

বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়ায় দু’দলই। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলোনা কেউই। ৮৫ মিনিটে পেরেজকে বসিয়ে আনসু ফাতিকে নামান আর্নেস্তো ভালভার্দে। পরের মিনিটেই দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন ১৭ বছর বয়সী ফাতি।

দিনের আরেক ম্যাচে সালজবার্গের মাঠে ২-০ গোলে জিতে ‘ই’ গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠেছে লিভারপুল। এদিকে লিলের বিপক্ষে ২-১ গোলে জিতে শেষ ষোলো উঠল চেলসি।

আরো পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
ডার্বি জিতে ৫ ম্যাচ আগেই চ্যাম্পিয়ন ইন্টার মিলান
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
X
Fresh