স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
১০ ডিসেম্বর ২০১৯, ২১:৫১
আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২২:০২
আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২২:০২
রাজশাহী রয়ালসের জার্সি উন্মোচন (ভিডিও)
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) রাজশাহী রয়ালসের এর জার্সি উন্মোচন হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। এছাড়াও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলুসহ বেঙ্গল গ্রুপের পরিচালকরা।
পরে রাজশাহী দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্যারিবীয় অল-রাউন্ডার আন্দ্রে রাসেল বলেন, ‘দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমি এমনই একজন প্লেয়ার যে কিনা এতদিন নিজেকে শুধু একজন প্লেয়ার ও ব্যাটসম্যান হিসেবেই দেখেছি। আমি যেকোনো দলেই অনেক বড় ভূমিকা পালন করে থাকি। দেশের বাইরে এটা আমার জন্য নতুন কোনও ঘটনা হতে যাচ্ছে। এর আগে আমি জ্যামাইকা তালওয়াশকে নেতৃত্ব দিয়েছি। বিষয়টি মজার এবং চ্যালেঞ্জটি নিতে আমি প্রস্তুত’।
এসএস