logo
  • ঢাকা শনিবার, ১৬ জানুয়ারি ২০২১, ২ মাঘ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৯, ১৩:০৫
আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৩:১৮

মেসি না থাকার কারণ জানালেন কোচ

Lionel Messi
বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসি ও কোচ আর্নেস্তো ভালভার্দে || ছবি- সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামছে বার্সেলোনা। প্রধান কোচ আর্নেস্তো ভালভার্দে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় ইন্টার মিলানের সঙ্গে লড়বে স্প্যানিশ জায়ান্টরা। 

‘এফ’ গ্রুপে থাকা বার্সেলোনা চলতি আসরে এখনও পর্যন্ত হারেনি। মেসি নেতৃত্বাধীন দলটি পাঁচ ম্যাচ খেলে তিন ম্যাচে জয় ও দুই ম্যাচ ড্র করে গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে। 

ইউরোপ সেরার গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলতে বার্সা অধিনায়ককে ছাড়াই সফরে এসেছে দল। 

মিলানের সান সিরো স্টেডিয়ামে নামার আগে ম্যাচের আগের দিন ভালভার্দে বলেন, ‘আমরা জয় নিশ্চিত করতেই মাঠে নামি। সামনে যা ঘটবে সে দিকেও লক্ষ্য রাখছি। তাই সিদ্ধান্ত নিয়েছি মেসিকে না নিয়ে আসার। গেল বছর মেসিকে ছাড়াই এখানে বেশ ভালো ফুটবল খেলেছিলাম।’

জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বার্সা। ইন্টার মিলান সমান সংখ্যক ম্যাচ খেলে দুই ম্যাচ জয় দুই ম্যাচে হার আর এক ম্যাচ ড্র করে গ্রুপের রানার্স আপ। 

বার্সা বস বলেন, তার (মেসি) বিশ্রাম দরকার। আমরা টানা খেলে আসছি। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তিনি অসাধারণ খেলোয়াড়, তবে আমাদের লক্ষ্য পরিবর্তন হয়নি। আমরা ইন্টারের বিপক্ষে জয় নিয়েই ফিরতে চাই।

ওয়াই

RTV Drama
RTVPLUS