• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

এসএ গেমসে বাংলাদেশের ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৪
sa games
ছবি- সংগৃহীত

১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসের পদক তালিকায় নিজেদের ইতিহাস নতুন করে লিখলো বাংলাদেশ। নবম দিনে লাল-সবুজদের ঝুলিতে উঠেছে পাঁচটি স্বর্ণ। এ নিয়ে স্বর্ণের সংখ্যা দাঁড়ালো ১৯। যা আগের ১২টি আসরের মধ্যে নিজেদের সর্বোচ্চ স্বর্ণ জয়ের রেকর্ড। ২০১০ সালে ঢাকায় সর্বোচ্চ ১৮টি সোনা জিতেছিল স্বাগতিকরা। সোমবার আর্চারির চারটির মধ্য চারটিই এবং পুরুষ ক্রিকেটে এদিনে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বাংলাদেশ।

আগের দিনেই আভার পাওয়া গিয়েছিল আর্চারিতে আরও স্বর্ণ আসছে। সেটা পূর্ণতা দিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। নারীদের কম্পাউন্ড ইভেন্টে, শ্রীলঙ্কান প্রতিপক্ষকে হারিয়ে দিনের প্রথম স্বর্ণ আনেন সুমা বিশ্বাস।

পুরুষ কম্পাউন্ড এককে স্বদেশীর দেখানো পথে হেঁটেছেন সোহেল রানা। ভুটানি প্রতিপক্ষকে পরাস্ত করে সোনালী মিছিলে যোগ দেন তিনি।