• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ দশে দশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:০৮
south asian games
ছবি- সংগৃহীত

আর্চারিতে দশে দশ বাংলাদেশ। নেপাল এস এ গেমসের আর্চারির দশটি ইভেন্টের সবকটিতেই স্বর্ণ পদক জিতে নিয়েছে লাল-সবুজরা। সোমবার আসরের নবম দিনে এই ডিসিপ্লিনের বাকি চার ইভেন্টের স্বর্ণপদক গলায় পড়েছে বাংলাদেশের আর্চাররা।

মেয়েদের কম্পাউন্ড এককে শ্রীলঙ্কার প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণ জেতে সুমা বিশ্বাস। ছেলেদের বিভাগে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতেছেন মো. সোহেল রানা।

মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশকে স্বর্ণপদক এনে দিয়েছেন ইতি খাতুন। আর ছেলেদের রিকার্ভ এককের ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা।

এই নিয়ে চলতি এসএ গেমসে মোট ১৮টি স্বর্ণ পদক জিতলো বাংলাদেশ। এর আগে, ২০১০ সালে ঢাকা এসএ গেমসে ১৮টি স্বর্ণপদক জেতে বাংলাদেশের অ্যাথলেটরা। এটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ স্বর্ণপদক অর্জন। এবার সেই সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার পালা বাংলাদেশের সামনে।

আরো পড়ুন

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিমান করে জাতীয় দল থেকে রোমান সানার অবসর
এশিয়া কাপ আর্চারিতে দুটি স্বর্ণ হাতছাড়া করলো বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে দুই ইভেন্টের ফাইনালে বাংলাদেশ
X
Fresh