• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাত সোনার ছয়টিই আর্চারি থেকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:২৩
sa games
ছবি- সংগৃহীত

এসএ গেমসের অষ্টম দিনে আর্চারির ছয়টি ইভেন্টের ছয়টিতেই স্বর্ণপদকসহ সাতটি স্বর্ণ পদক জিতল বাংলাদেশ। এই নিয়ে নেপালের কাঠমান্ডুতে চলমান এস এ গেমসে ১৪ টি স্বর্ণপদক পেলো লাল-সবুজরা।

আর্চারির ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে দিনের স্বর্ণপদক জেতা শুরু হয় বাংলাদেশের। এরপর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে লঙ্কাদের হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ভুটানকে হারিয়ে স্বর্ণপদক আসে। ছেলে ও মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্ট থেকে আসে দু’টি স্বর্ণ। আর কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে নেপালকে হারিয়ে আর্চারির ষষ্ঠ স্বর্ণপদকটিও পায় বাংলাদেশ।

এ নিয়ে অষ্টম দিনে শেষ হওয়া আর্চারির ছয় ইভেন্টের সবকটিতেই স্বর্ণপদক জিতে বাংলাদেশ।

এদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দল শ্রীলঙ্কাকে দুই রানে হারিয়ে স্বর্ণপদক নিজেদের করে নিয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh