• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নেপালের বিপক্ষে ৪৪ রানের জয় পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৫১
নেপালের বিপক্ষে বাংলাদেশ জয়
নেপালের বিপক্ষে ৪৪ রানের জয় পেলো বাংলাদেশ ।। ফাইল ছবি

দক্ষিণ এশিয়ান গেমস (এস এ গেমস) নেপালের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল। কাঠমান্ডুতে ৪৪ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

আজ শনিবার (৭ ডিসেম্বর) টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে কিছুটা সফল ছিল স্বাগতিক নেপাল।

দলীয় ১৬ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বিপাকে পড়তে হয় বাংলাদেশকে। যদিও অধিনায়ক শান্ত হাল ধরেন দলের।

৬০ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশ দলপতি। এছাড়া ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব।

সব মিলিয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় যুবা টাইগাররা।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা।

নেপালের হয়ে সবোর্চ্চ ৪৩ রান করেন অধিনায়ক জ্ঞানেন্দ্র মাল্লা। এছাড়া দিপেন্দ্র সিং আইরি ১৬ ও অভিনাশ বোহরা ১৩ রান করেন।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান সংগ্রহ করে নেপাল।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট তুলেন সুমন খান, তানভির ইসলাম, সৌম্য সরকার ও মাহাদী হাসান।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh