• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

একাদশে সুযোগ পেয়েই চমক সুফিলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪০
mahbubur rahman sufil
মাহবুবুর রহমান সুফিল || ফাইল ছবি

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) প্রথম দুই ম্যাচের সেরা একাদশে ছিলেন না মাহবুবুর রহমান সুফিল। বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচে সুযোগ পেয়েছেন সুফিল। ঝোপ বুঝে কোপ দিয়েছেন এই ফরোয়ার্ড। ম্যাচের ১১তম মিনিটে গোল করে দলকে লিড এনে দিয়েছেন বসুন্ধরা কিংসের এই তারকা।

নেপালে এসএ গেমসের এই ম্যাচে প্রথমার্ধে সুফিলের একমাত্র গোলেই ১-০তে এগিয়ে থেকে বিরতি গেছে বাংলাদেশ দল।

এর আগে প্রথম দুই ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেডের ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন খেললেও এদিন প্রথম একাদশে ছিলেন না তিনি।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, সাদউদ্দিন, রবিউল হাসান, মোহাম্মদ আল-আমিন, রিয়াদুল হাসান রাফি, সুশান্ত ত্রিপুরা ও মাহবুবুর রহমান সুফিল।

আরো পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh