• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মালদ্বীপ ৬ রানে অলআউট, বাংলাদেশের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৭
2019 South Asian Games
বাংলাদেশের হয়ে জোড়া শতক তুলেছেন নিগার সুলতানা ও ফারজানা হক || ছবি- সংগৃহীত

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) টি-টোয়েন্টিতে মালদ্বীপকে ৬ রানে অলআউট করেছে বাংলাদেশ নারী দল। এতে ২৪৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে নিগার সুলতানা ও ফারজানা হকের জোড়া শতকে ২ উইকেটে ২৫৫ রানের সংগ্রহ করে টাইগ্রেসরা।

দুই ওপেনার শামিমা সুলতানা ৫ ও সানজিদা ইসলাম ৭ রান করে বিদায় নেন। নিগার ও ফারজানা ২৩৬ রানের জুটি গড়েন।

৬৫ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন নিগার। ১৪টি চার ও তিনটি ছয় হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে ৫৩ বলে ১১০ রানের ইনিংস খেলতে ২০টি চার দিয়ে ইনিংস সাজান ফারজানা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গুটিয়ে যায় দুর্বল মালদ্বীপ।

লাল-সবুজদের হয়ে রিতু ইসলাম ও সালমা খাতুন তিনটি করে উইকেট তুলেছেন। একটি করে উইকেট আদায় করে নেন রাবেয়া খাতুন ও নাহিদা আখতার।

দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই আয়োজনে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের জয় পায় সালমার দল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে ১০ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh