• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নিগার-ফারজানার জোড়া শতক, মালদ্বীপের সামনে রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৩:১৬
sa games 2019
নিগার সুলতানা || ফাইল ছবি

১৯ রানে দুই উইকেট হারিয়ে দুর্বল মালদ্বীপের সঙ্গে বিপাকে পড়তে হয় বাংলাদেশ নারী দলকে। তবে নিগার সুলতানা ও ফারজানা হকের জোড়া শতকে টি-টোয়েন্টি ম্যাচে ২৫৫ রানের বড় সংগ্রহ পেয়েছে নারী দল।

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) পঞ্চম ম্যাচে বৃহস্পতিবার পোখরায় মুখোমুখি হয় দলদুটি।

টস জেতার পর ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে দুই ওপেনার ফিরে যান। শামিমা সুলতানা ৫ও সানজিদা ইসলাম ৭ রান করে বিদায় নেন।

নির্ধারিত ২০ ওভার পর্যন্ত নিগার ও ফারজানা অপরাজিত ছিলেন। দুজনে মিলে ২৩৬ রানের জুটি গড়েন।

৬৫ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন নিগার। ১৪টি চার ও তিনটি ছয় হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে ৫৩ বলে ১১০ রানের ইনিংস খেলতে ২০টি চার দিয়ে ইনিংস সাজান ফারজানা।

এর আগে শ্রীলঙ্কা নারী দলকে ৭ উইকেটে ও স্বাগতিক নেপালকে ১০ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh