• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেখে নিন ইউরো কাপে কে কোন গ্রুপে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ ডিসেম্বর ২০১৯, ১২:১৬
দেখে নিন ইউরো কাপে কে কোন গ্রুপে
দেখে নিন ইউরো কাপে কে কোন গ্রুপে

জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২০ এর আসর। শনিবার রোমানিয়ার বুখারেস্টে অনুষ্ঠিত হয়ে গেছে ড্র অনুষ্ঠান। যেখানে একই গ্রুপে পড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, রানারআপ আর সঙ্গে বিশ্বকাপ জয়ী দল ফ্রান্স। শুধু তাই নয়, আছে তিনবারের শিরোপাজয়ী জার্মানি। এছাড়া প্লেঅফ পার করে যোগ দিবে চতুর্থ দল। বলা যায় এবারের ইউরো কাপে এটিই ডেথ গ্রুপ।

আগামী বছর জুনের ১২ তারিখ থেকে শুরু হবে ইউরো কাপের ১৬তম আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে জুলাইয়ের ১২ তারিখ ওয়েম্বলি স্টেডিয়ামে।

তার আগে চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছে বাচাই পর্ব। এখানে যারা টিকে রয়েছে তাদের নিয়ে আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে প্ল-অফ পর্ব। এই প্লে-অফ পর্ব থেকে চার দল যোগ দিবে মূল পর্বের সি, ডি, ই ও এফ গ্রুপে।

ইউরো-২০২০ এর গ্রুপ
গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড
গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, প্লে-অফ ডি জয়ী
গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, প্লে-অফ সি জয়ী, চেক

রিপাবলিক
গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, প্লে-অফ বি জয়ী
গ্রুপ এফ: প্লে-অফ এ জয়ী, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh