• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কোচ বদল করেও ভাগ্য বদল হয়নি বায়ার্নের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৪
কোচ বদল করেও ভাগ্য বদল হয়নি বায়ার্নের
কোচ বদল করেও ভাগ্য বদল হয়নি বায়ার্নের

জার্মান ফুটবল লিগ বুন্দেস লিগায় আবারও হেরেছে টানা সাতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে ঘরের মাঠে অসংখ্য সুযোগ হাতছাড়া করে ২-১ গোলে হেরেছে বায়ার লেভারকুজেনের কাছে। ২০১২ সালের পর এই প্রথম বায়ার্নের মাঠে জিতল দলটি।

কোচ বদল করেও ভাগ্য বদল হয়নি বায়ার্নের। ১০ মিনিটে লেওন বেইলির গোলে এগিয়ে যায় লেভারকুজেন। ৩৪ মিনিটে গোল করে বায়ার্ন মিউনিখকে সমতায় ফেরান টমাস মুলার। উল্লাসে মাতে গোটা অ্যালিয়াঞ্জ অ্যারেনা। তবে সেই উল্লাস স্থায়ী হয়নি বেশিক্ষণ। পরের মিনিটেই আবারো গোল করে লেভারকুজেনকে এগিয়ে দেন বেইলি।

দ্বিতীয়ার্ধে মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষ সীমান্তে কাঁপন ধারায়, বায়ার্ন। তবে লক্ষ্যভেদে ব্যর্থ হয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয়ের আনন্দে মাতে লেভারকুজেন। আর লিগে তৃতীয় হারে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে রয়েছে বায়ার্ন মিউনিখ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক চুমুতে আড়াই বছরের জেল!
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
ফিলিস্তিনের কাছে ৫ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
X
Fresh