• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জুলাইয়ে ঢাকায় আসতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ নভেম্বর ২০১৯, ১৭:০২
ছবি- সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুরে ম্যানইউ’র চার সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দলটি বাংলাদেশ সফর করবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে ঢাকায় অবস্থান করছে ক্লাবটির কর্মকর্তারা। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বছর জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকায় আসতে পারে ঐতিহ্যবাহী দলটি। এসময় জাহিদ আহসান রাসেলকে রেড ডেভিলসদের সাত নম্বর জার্সি তুলে দেয়া হয়।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই প্রতিনিধি দলের চার সদস্য হলেন- ক্লাবটির ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান ও দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জোনস।

মঙ্গলবার সকালে তারা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

ঢাকার ভেন্যু, খেলোয়াড়দের থাকার হোটেল, যোগাযোগ ব্যাবস্থাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে ঢাকায় ম্যানচেস্টারের দলটি খেলতে আসবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে এই সফর থেকেই।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র
X
Fresh