• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চর্চায় পাকিস্তানি তরুণ পেসারের বয়স

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ নভেম্বর ২০১৯, ১৫:৩২
naseem shah
মোহাম্মদ কাইফ ও নাসিম শাহ

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি নিজ আত্মজীবনীমূলক বই ‘গেম চেঞ্জার’ এ উল্লেখ করেছেন বয়স কমিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। সাবেক এই অলরাউন্ডারের এমন মন্তব্য নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। সম্প্রতি দলটির হয়ে অভিষেক করেছেন নাসিম শাহ। তরুণ এই পেসারের সত্যিকারের বয়স নিয়ে শুরু হয়েছে চর্চা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সামনে এনেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

গেল ২১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে নাসিমের। প্রথমবারের মতো দেশের হয়ে খেলতে নেমেই তুলে নেন ডেভিড ওয়ার্নারের উইকেট।

পিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নাসিমের বয়স মাত্র ১৬। দেশটির ক্রিকেট বোর্ড দাবি করে ক্রিকেটের নবম কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে তার।

এদিকে ২০১৮ সালের ১ ডিসেম্বর পাকিস্তানের সাংবাদিক সাজ সাদিকের করা একটি পোস্ট রিটুইট করেন মোহম্মদ কাইফ।

স্কাই ক্রিকেটের এই সাংবাদিক প্রায় ১ বছর আগেই নাসিমকে ১৭ বছরের উঠতি তারকা বলে উল্লেখ করেছিলেন। সেই টুইটটি পোস্ট করে কাইফ লিখেছেন, ‘এখন কী বয়েস উল্টো দিকে কাউন্ট হয়! এখনও বয়স ১৬! অবাক কাণ্ড।’

এরপরই নাসিমকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যেখানে অনেকেই নাসিমের বিরুদ্ধে বয়স লুকানোর অভিযোগ তুলেছে।

অন্যদিকে পিসিবি অবশ্য এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে। পাকিস্তান ক্রিকেটের সিইও ওয়াসিম খান বলেছেন, ‘কে কী বলল, বা ভারতের পক্ষ থেকে কী মন্তব্য করা হলো সেটা নিয়ে আমরা একটুও চিন্তিত নই। ১৬ বছর বয়সে নাসিম দারুণ অভিষেক করেছে। আমাদের কাছে এটাই সবচেয়ে বড় বিষয়।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন কোচ পেলো পাকিস্তান
শাহিনের হুঙ্কার ‘আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না’   
শাহিন আফ্রিদিকে নিয়ে পিসিবির মিথ্যাচার
পাঁচ মাস পর নেতৃত্ব ফিরে পেলেন বাবর, যা বললেন আফ্রিদি
X
Fresh