• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ধোনি-কোহলিদের ঢাকায় খেলাতে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ নভেম্বর ২০১৯, ১৩:৫৪
ms dhoni-BCCI-Virat Kohli
ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মার্চ মাসে এশিয়া অল স্টার ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী বছরের ১৮ মার্চ এবং ২১ মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচই হবে রাজধানী ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই ম্যাচকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে (বিসিসিআই) একটি চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে ভারতের ৭ জন ক্রিকেটারকে এশিয়া অলস্টারে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য বিসিসিআইসহ এশিয়া অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করছি। যাতে ম্যাচগুলোর জন্য খেলোয়াড়দের অনুমতি দেয়।’

সাতজন ক্রিকেটারের মধ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
X
Fresh