• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ইডেনে আর খেলা হচ্ছে না লিটনের!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ নভেম্বর ২০১৯, ১৯:৪৫
ইডেনে আর খেলা হচ্ছে না লিটনের!
ছবি- সংগৃহীত

গোলাপি বল নাকি ঠিকঠাক দেখেন না লিটন দাস এমন খবর বের হয় কলকাতা টেস্ট শুরুর ঘণ্টা কয়েক আগে তাতে শঙ্কা জাগে, লিটন দাস কি থাকবেন একাদশে?

শেষ পর্যন্ত লিটন দাসকে রেখেই একাদশ ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু লিটনের ভাগ্য খারাপ। কলকাতা টেস্ট থেকে ছিটকে পড়লেন এই উইকেট রক্ষক-ব্যাটসম্যান

দলের বিপর্যয় ঠেকাতে দারুণ শুরু করেছিলেন ব্যাট হাতে। ২৭ বলে ২৪ রান করতে বাউন্ডারি হাঁকিয়েছেন টি

ইনিংসটা লম্বা করার আভাস যখন দিয়েছেন, তখন ২০ ওভার বলের সময় মোহাম্মদ শামীর বাউন্সার পুল করতে গিয়ে আঘাত পান মাথায়। তাতে কিছুটা ব্যথাও পান। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আরও সাতটি বল খেলেন

তবে আর পারলেন না ব্যাটিং করতে। মাথার আঘাত নিয়ে মাঠ ছাড়তে হয় ২১ ওভার বলের সময়

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, স্ক্যান করাতে লিটনকে নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। শেষ পর্যন্ত ইডেন টেস্ট থেকে তাকে ছিটকেই পড়তে হলো

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, একটি বেসরকারি হাসপাতালের রেডিয়োলজিস্ট সৌমিত্র ভট্টাচার্য এবং নিউরোলজিস্ট দীপ দাস তাকে দেখেন। সিটি স্ক্যানে মাথায় কোনও চোট ধরা পড়েনি লিটনের। তিনি সুস্থই আছেন। পুনরায় চোট যাতে না লাগে, সেই কারণে আগাম সতর্কতা হিসেবে বিশ্রাম নিতে বলা হয়েছে।

লিটনের মাঠ ছাড়ার পর তার বদলি হিসেবে ব্যাট করতে নামেন কলকাতা টেস্টের একাদশে না থাকা মেহেদী হাসান মিরাজ। মিরাজ ব্যাটিং করতে পারলেও করতে পারবেন না বোলিং। দলের উইকেট-রক্ষক লিটনের বদলে দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ মিঠুন

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh