• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ

ফাইনালে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ নভেম্বর ২০১৯, ১৫:৪৬
ACC Emerging Teams Asia Cup 2019
১০৭ রানের ম্যাচ জয়ী জুটি গড়েন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত

বুধবার সকাল থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দাপট দেখাতে থাকে বাংলাদেশের বোলাররা। নিয়ন্ত্রিত বোলিং করে আফগানিস্তানের ব্যাটসম্যানদের সুবিধা করতে দেয়নি। যদিও ব্যতিক্রম ছিলেন দারউইস রাসুলি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানরা ২২৮ রান তুলতে সক্ষম হলেও রাসুলি তুলে নেন শতক। ডান-হাতি এই ব্যাটসম্যান ১১৪ রান করেন।

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে যুবা টাইগারদের জার্সিতে তিনটি করে উইকেট শিকার করেন হাসান মাহমুদ ও সৌম্য সরকার। দুটি উইকেট তুলেছেন তানভির ইসলাম।

২২৯ রারে লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান মোহাম্মদ নাঈম শেখ।

ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৭ রানের ম্যাচ জয়ী জুটি গড়েন। ৫৯ বলে ৬১ রানের ইনিংসটি তিনটি চার ও সমান সংখ্যক ছক্কায় সাজান সৌম্য। অন্যদিকে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন শান্ত। এর মাধ্যমে টানা তৃতীয় ইনিংসে পঞ্চাশোর্ধ রান করলেন তিনি।

দলীয় ১৩৩ এ সৌম্য ও ১৫৪ রানে শান্ত ফিরে যান। ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও আফিফ হোসেন দ্রুব দ্রুত ম্যাচ শেষ করায় মনোযোগ দেন।

শেষ পর্যন্ত ৩৬ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন আফিফ ।তিনটি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়া ৫৬ বলে ৩৮ রান করে ক্রিজে ছিলেন রাব্বি। ইনিংসে একটি ছয় ও একটি চার মারেন তিনি।

৩৯.৫ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। এতে সাত উইকেটের বড় জয় নিয়ে ফাইনালে পা রাখল লাল-সবুজরা।

এর আগে টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে হংকং, নেপাল ও ভারতকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় যুবা টাইগাররা।

আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh